নিকলীতে ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক

arrest with yaba

নিজস্ব প্রতিনিধি ।।
তিনশত পিস ইয়াবা ট্যাবলেডসহ নিকলীতে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক হওয়া যুবকের নাম আবুল কাশেম ওরফে কাছন (২৮)। সে উপজেলার কারপাশা গ্রামের মৃতঃ আফছর উদ্দিনের ছেলে।

বুধবার ২২ জুন দুপুরে উপজেলার হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আবুল কাশেম ও তার সাথে আরেক যুবক ইয়াবা নিয়ে মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিল। নিকলী হাসপাতাল মোড় আসার পর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালায়। তাদের সাথে থাকা ৩০০ পিস ইয়াবাসহ আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় সাথে থাকা অপর যুবক টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী এ আটকের খবর নিশ্চিত করে বলেন, নিকলীতে ইয়াবার একটি বড় চালান আটক করা হলো। গ্রেফতারকৃত কাশেমের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা হয়েছে। কিশোরগন্জ কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।

Similar Posts

error: Content is protected !!