নিজস্ব প্রতিবেদক ।।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটার ধুম পড়েছে। পছন্দের নতুন জুতা, জামা-কাপড় কেনার জন্য ক্রেতারা ভীড় জমিয়েছেন শাড়ি, লুঙ্গি, কাপড় আর টেইলার্সের দোকানগুলোতে।
সরেজমিনে দর্জির দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, সেখানে প্রচুর কাজ। নিকলী নতুন বাজারের একজন টেইলার্স রোমান। তিনি জানান, ঈদকে ঘিরে প্রচুর কাজ জমে রয়েছে। রাত দিন কাজ করছি যাতে ঈদের আগে কাজ শেষ করতে পারি।
এছাড়াও নিকলীর সামর্থ্যবান অনেকেই নিজেদের সুবিধামতো জেলা সদর কিশোরগঞ্জ, ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঈদ শপিং করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ঈদের দিন, আর ঘরে সেমাই থাকবে না! এ হতেই পারে না। হরেক রকমের সেমাই। নানান উপাদান যোগ করে মুখরোচক করে রাধবেন ঘরের রাধুনি। ঈদের মাঠে যাবার আগে এক চামচ অন্তত সেমাই মুখে দিয়ে নেন অনেকেই। আনন্দের শুরুটা এখান থেকেই। সেই সূত্রে এখন মুদি দোকানগুলোতে চলছে সেমাইয়ের বিক্রি। এছাড়াও খাবার উপকরণের মধ্যে কেনাবেচার তালিকায় আরো রয়েছে নুডলস, পাসতা, পিঠা তৈরির উপকরণ, গোশত রান্নার মসলাপাতি ইত্যাদি।