গরুর দুধ প্রতি লিটার ১৫০ টাকা!

cow milk

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হোসেনপুরে গরুর দুধের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়। গত ২ দিন আগেও ছিল ৭০-৮০ টাকা লিটার।

 

রোববার ২৬ জুন উপজেলার বাকচান্দা বাজার, বোর্ডের বাজার, সুরাটি বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, দুধ বিক্রেতার তুলনায় মিষ্টি দোকানের পাইকার বেশি। তারা ঈদে মিষ্টি তৈরির জন্য অগ্রিম দুধ সংগ্রহ করায় হঠাৎ দুধের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।

 

পাইকাররা জানান, ঈদের আগে প্রতিবারই স্থানীয় বাজারগুলোতে দুধের সংকট দেখা দেয়। তাই তারা কিছুটা চড়া দাম দিয়ে দুধ সংগ্রহ করছেন। এতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস ওঠেছে।

Similar Posts

error: Content is protected !!