নিজস্ব প্রতিবেদক ।।
ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
নিকলী উপজেলা সদরের অফিসপাড়ায় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণীর এক প্রতিবন্ধী ছাত্রীকে তার ঘরে একা পেয়ে শুক্রবার ২৪ জুন দুপুরে প্রতিবেশি সঞ্জীব দাসের ছেলে মৎস্যজীবী চন্দ্রদীপ দাস (৩২) ধর্ষণের চেষ্টা করে।
মেয়ের কান্না ও ধস্তাধস্তির শব্দে মেয়ের মা ঘরে ঢুকে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসলে যুবকটি পালিয়ে যায়।
এ ঘটনা থানায় জানালে শুক্রবার বিকালেই যুবককে আটক করা হয়।
শনিবার ২৫ জুন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে লম্পট চন্দ্রদীপকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।