মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
২৭ জুন সোমাবর বিকালে মহাস্থানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: মহাস্থানগড় এসএমই/কৃষি শাখার উদ্যোগে রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা জোন প্রধান মতিউর রহমানের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান। তিনি বলেন, দেশ ও মানবতার কল্যাণে যা করা হয় তা-ই উত্তম কাজ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। প্রধান আলোচক হিসাবে তাকওয়ার বিভিন্ন দিক তুলে ধরে কোরআন ও হাদীস থেকে বক্তব্য রাখেন মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহাস্থানগড় শাখার ম্যানেজার আইয়ুব আলী, প্রকল্প পরিচালক নিজাম উদ্দিন, সহকারী পরিচালক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সাকাওয়াত হোসেন বারিদার, আলহাজ আব্দুল কাদের, আলহাজ গোলজার রহমান, মাওলানা ফরহাদ হোসেন, ইকবাল হোসেনসহ ব্যাংকের সুধী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা আলহাজ ফেরদৌস জামান।