নিজস্ব প্রতিবেদক ।।
বুধবার ২৯ জুন দুপুরে নিকলীতে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ইস্ররাফিল (৫০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাগজুরকান্দি গ্রামের মৃত আ. মোতালিবের ছেলে।
জানা যায়, বুধবার সকালে ইস্রাফিল হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল শাফি ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হিটস্ট্রোকে ইস্রাফিলের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, রমজান মাস শুরু থেকেই কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অঘোষিত লোডশেডিং দৈনিক ১৬-১৭ ঘন্টায় দাঁড়িয়েছে। প্রচণ্ড দাবদাহ আর বৈদ্যুতিক লোড শেডিংয়ে প্রতিদিনই শতশত শিশু, বৃদ্ধ গরমজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভীড় করছে।