নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে চিনি আর গুড়ের বাজারে আগুন! হু হু করে বেড়ে গেছে চিনি আর গুড়ের দাম। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে সাধারণ ক্রেতারা পড়েছেন বেকায়দায়।
রমজানের আগে চিনি বিক্রি হতো কেজিপ্রতি ৫২ টাকা, আর গুড়ের দাম ছিল কেজিপ্রতি ৪৮ টাকা। রমজান আসার পর কেজিপ্রতি চিনির দাম বেড়ে যায় কেজিতে ৮ টাকা।
ইফতারির সময় চিনির চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসীয়ারা সুযোগমতো অতিরিক্ত মুনাফা করছে। হঠাৎ করে চিনির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ পরিবারের কষ্টের শেষ নেই।
সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, বর্তমানে চিনি আর গুড়ের দাম আরো এক ধাপ বেড়েছে। চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা, গুড় বেলি ও পারা বিক্রি হচ্ছে ৭৫ টাকা।
এমন অস্বাভাবিক দাম কেন হলো জানতে চাইলে নিকলী নতুন বাজার ভাই ভাই স্টোরের মালিক আঃ সাত্তার জানান, চিনি ও গুড়ের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ হলো ঈদ উপলক্ষে নিকলীতে পিঠা তৈরির ধুম চলছে। চিনি আর গুড় ছাড়া তো পিঠা তৈরি করা যায় না। ব্যবসায়ীরা এটার সুযোগ পেয়ে বেশি দামে বিক্রি করছে।
সাধারণ ক্রেতা আর ভোক্তভোগীরা এ নিয়ে চরম হতাশার মাঝে রয়েছেন। তারা চান এই অস্বাভাবিক অবস্থার প্রতিকার। তাই এলাকাবাসীর দাবি, বাজারদর নিয়ন্ত্রণে এ সময়টাতে প্রশাসনের নজরদারি করা জরুরি হয়ে পড়েছে।