আলিয়াপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

sohel suicide aliapara

নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবকের বাড়ি নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের আলিয়াপাড়া গ্রামে।

৩০ জুন বৃহস্পতিবার দুপুরে সোহেল (১৭) নামে এক যুবক দামপাড়া ইউনিয়নের আলিয়াপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাবার নাম সামসুদ্দিন।
sohel suicide aliapara
এলাকাবাসী জানান, সোহেল নারায়ণগঞ্জ ফতুল্লার আলীগঞ্জের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। গত বৈশাখ মাসে সে বাড়িতে চলে আসে। মৃত্যুর কয়েক দিন আগে থেকে সে একাকী থাকতো, কারো সাথে তেমন কথা বলতে দেখা যায়নি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার আলিয়াপাড়ার দক্ষিণের হাওরের একটি গাছে ফাঁসিতে ঝুলে সোহেল আত্মহত্যা করেছেন। এ সময় হাওরে থাকা লোকজন গাছটির কাছে এলে তাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখতে পায়। পরে লোকজন নিকলী থানায় খবর দিলে একদল পুলিশ এসে তার লাশ গাছ থেকে নামিয়ে আনে। ঘটনাস্থলের সাথে থানার দূরত্ব ও যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না হওয়ায় কয়েক ঘণ্টা গাছে ঝুলে থাকে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

Similar Posts

error: Content is protected !!