ঈদের আগেই লাশ হয়ে বাড়ি ফিরলেন নাদিরা

accident ananna super

নিজস্ব সংবাদদাতা ।।
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাদিরা (২৯) ও তার আট মাস বয়সী শিশু আনাস। পরিবারের সাথে তারা ঈদের ছুটিতে বাড়িতে ফিরছিলেন।

ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা সুপার-এর একটি বাস শুক্রবার সকাল ১০টায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচরের মনোহরপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নাদিরা (২৯) নামে একজন মহিলা ও তার চার মাস বয়সী শিশু আনাস।
accident ananna super
নিহত নাদিরা কটিয়াদী উপজেলার লোহাজুরী গ্রামের বাসিন্দা। ঈদের ছুটিতে পরিবারের সাথে তারা ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন।

এছাড়াও আহত হয়েছেন আরো ৫ জন।

ভৈরব হাইওয়ে থানার ওসি মিজানুল হক জানান, শুক্রবার অনন্যা সুপার সার্ভিসের একটি বাসে করে ঈদের ছুটি কাটাতে কটিয়াদীর কামরুজ্জামান বাড়ি ফিরছিলেন। তার সাথে ছিলেন স্ত্রী নাদিরা ও শিশুপুত্র আনাস। আহতদের উদ্ধার করে কুলিয়ারচর ও ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Similar Posts

error: Content is protected !!