কিশোরগঞ্জে মন্দিরের সেবায়েতকে হত্যার চেষ্টা

Kishoreganj Sebayet

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে এক মন্দিরের সেবায়েতকে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ১ জুলাই শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের নগুয়া এলাকার বিবেকানন্দ মন্দির ও পাঠাগারের সেবায়েত পলাশ চক্রবর্তী শুলককে (৪৬) হত্যার উদ্দেশ্যে এক দুর্বৃত্ত চাপাতি নিয়ে হামলা চালায়। তবে সেবায়েতের হাতে রড থাকায় হাতে আঘাত করেই দৃর্বৃত্ত পালিয়ে যায় বলে সেবায়েত জানিয়েছেন।

এই হামলায় তিনজন অংশ নিয়েছিল।

Kishoreganj Sebayet
মন্দিরের সেবায়েত পলাশ চক্রবর্তী শুলক

সেবায়েত জানান, তিনি ১৪ বছর ধরে মন্দিরের সেবায়েত হিসেবে আছেন। মন্দিরের পাশে উত্তরা রোডে সামছুল হক ইঞ্জিনিয়ার নামে এক ব্যক্তির বাসায় মা-বাবা ও স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি ভাড়া থাকেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তার দরজায় কড়া নাড়ার শব্দ শুনে একটি রড হাতে বের হন। এসময় মুখোশ পরা এক দুর্বৃত্ত তাকে গলায় চেপে ধরে বাসার উঠানে নিয়ে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করে। কিন্তু সেবায়েত হাতের রড দিয়ে পাল্টা আঘাত করলে দুর্বৃত্ত দেয়াল টপকে পালিয়ে যায়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে সেবায়েতের বাম হাতে চাপাতির আঘাত লাগে। বাসার সীমানা প্রাচীরের বাইরে আরো দুই দুর্বৃত্ত অপেক্ষমান ছিল বলে সেবায়েত পলাশ চক্রবর্তী শুলক জানিয়েছেন।

হত্যা চেষ্টার খবর পেয়ে শনিবার সকালে সকালে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ প্রশাসন ও পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিবেকানন্দ মন্দির ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিজয় শঙ্কর রায়, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, মন্দিরের সম্পাদক অ্যাডভোকেট নির্মল চন্দ্র পাল ঘটনাস্থলে ছুটে যান।

পুলিশ সুপার উপস্থিত অন্যান্য পুলিশ কর্মকর্তাদেরকে সকল মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে বলে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের জানান।

Similar Posts

error: Content is protected !!