কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে পথশিশুদের হাতে উঠেছে শিশুদের দেয়া ঈদ উপহার। প্রায় অর্ধশত শিশুকে দেয়া হয়েছে নতুন জামা-কাপড়। ৪ জুলাই সোমবার সকালে জেলা শিশু একাডেমিতে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের সদস্যরা নিজেদের ওঠানো চাঁদার টাকায় কেনা এসব জামা-কাপড় বিতরণ করে।
এ উপলক্ষে জেলা টাস্ক ফোর্সের সভাপতি সাদিয়া আক্তার কলির সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির সদস্য প্রাক্তন প্রধান শিক্ষিকা খালেদা ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সুইড প্রতিবন্ধী ফাউন্ডেশনের সম্পাদিকা অ্যাডভোকেট মায়া ভৌমিক, জেলার ভারপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ ও টাস্ক ফোর্স সম্পাদক তায়েব হোসেন অপি। এ সময় শহরের দরিদ্র পরিবারের মায়েরা তাদের সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন শিশু একাডেমিতে।
আলোচনা শেষে শিশুদের হাতে নতুন জামা-কাপড় তুলে দেয়া হয়। নতুন জামা পেয়েই শিশুরা গায়ের পুরনো জামা খুলে সেটি পরে নেয়। এ সময় তাদেরকে উল্লাস করতে দেখা গেছে। গত পহেলা বৈশাখ উপলক্ষেও একইরকম অনুষ্ঠান করে চিলড্রেন টাস্ক ফোর্সের সদস্যরা পথশিশুদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছিলেন। সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
এ দিকে রোববার বিকেলে কিশোরগঞ্জে দেড় হাজার দুঃস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার রশিদাবাদ বেরুয়াইল গ্রামের খাজা মইনুদ্দিন চিশতী (র.) দারুল উলুম দাখিলা মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ মো. আক্কাছ আলী বেপারী এই ঈদবস্ত্র বিতরণ করেন। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ মো. আক্কাছ আলী বেপারী ছাড়াও খাজা মইনুদ্দিন চিশতী (র.) দারুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ফজলুর রহমান, সহ-সুপার নজমুল হক, আবুল কালাম আজাদ শাহীন, আবু তাহের বেপারী, নূরুল ইসলাম, শেখ রুহুল আমিন রতন, ডা. হাবিবুর রহমান খান, শেখ শওকত আলী প্রমুখ বক্তৃতা করেন।
নতুন ঈদবস্ত্র হাতে পেয়ে দুঃস্থ নারী ও পুরুষেরা উচ্ছ্বসিত হন। পরে বিশাল সামিয়ানা টাঙানো প্যান্ডেলে তাদেরকে ইফতার করানো হয়।