আমাদের নিকলী ডেস্ক ।।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশে গতকাল সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আশপাশের কয়েকটি দেশে পবিত্র রমজান মাস ৩০ দিনে হবে। সে ক্ষেত্রে ৩০ রোজা পূর্ণ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আগামী বুধবার ৬ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
গালফ নিউজের খবরে এসব কথা বলা হয়েছে। খবরে বলা হয়, আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই ঘোষণা দেন।
সৌদি আরবের এক দিন পরে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। সে হিসেবে বাংলাদেশেও ৩০ রোজা পূর্ণ হলে বৃহস্পতিবার ৭ জুলাই পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা।