মহাস্থানে টানা বর্ষণে জলাবদ্ধতা, ঈদকেন্দ্রিক দুর্ভোগ চরমে

mohasthan jolaboddhota

গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) সংবাদদাতা ।।

প্রায় টানা দেড় ঘণ্টার ভারী বর্ষণে বগুড়ার মহাস্থানের মহাসড়ক’সহ শিবগঞ্জ নিম্ন রোড়ে হাটু পানিতে পরিণত হয়েছে।

ঐতিহাসিক মহাস্থানগড়ের শিবগঞ্জ উপজেলার প্রধান প্রবেশ পথের এই অবস্থা। ৫ জুলাই মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত একটানা এ ভারী বর্ষণ হয়।
mohasthan jolaboddhota
টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা হওয়া এই রোডসংলগ্ন প্রায় কয়েকশ কাপড় ব্যবসায়ী চরম দূর্ভোগে পড়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা এই প্রতিনিধিকে জানান, ঈদ মৌসুমে আজকের এই টানা বর্ষণে আমাদের প্রধান সড়কে জলবদ্ধতা সৃষ্টির কারণে ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে।
mohasthan jolaboddhota
ঈদ মার্কেট উপলক্ষ্যে যে সময় থেকে আমাদের বেচাকেনার ধুম ঠিক সে সময়ে বৈরী আবহাওয়ার টানা বর্ষণে আজকে ব্যবসার দুর্দশা। অনেক দোকানের ভিতরে পানি প্রবেশ করে মালামাল নষ্ট হয়েছে। দোকানের মালামাল রক্ষা করতে ব্যবসায়ীদের পানি সেচতে দেখা গেছে।

শুধু যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা কিন্তু নয়। ঈদে ঘরমুখো মানুষ, পথচারী ও যানবাহন চালকদের মাঝেও দুর্ভোগ চরমে পৌঁছেছে।

Similar Posts

error: Content is protected !!