জি আর শিপন, মহাস্থান (বগুড়া) সংবাদদাতা ।।
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়ায় এক ইউনিয়ন বিএনপির নেতাকে হত্যা করে তার লাশ গাছের সাথে বেঁধে রেখেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি গোকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।
শুক্রবার ৮ জুলাই বেলা ১১টার দিকে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশ থেকে তার লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বাঘোপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইজ পাইকারের ছেলে নিজাম উদ্দিন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজাম উদ্দিন বাঘোপাড়া বন্দরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যান। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেনি।
সকালে এলাকাবাসী ঈদগাহ মাঠের পাশে নির্জন স্থানে গাছের সাথে তার লাশ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মাটিতে বসানো ও গাছের সাথে লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, হত্যার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে।