নিকলীর দোয়ারহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আহাম্মদ আলী (মেন্টু ডাক্তার) আজ ঢাকায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে ঢাকাস্থ নিকলী সমিতি গভীর শোক প্রকাশ করেছে। সমিতির সাধারণ সম্পাদক মুশতাক আহাম্মদ লিটন স্বাক্ষরিত শোক বার্তায় উল্লেখ করেন, নিকলীর সাধারণ মানুষ একজন ভালো চিকিৎসাবন্ধু হারিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তার মৃত্যুতে আমাদের নিকলী পরিবার গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।