দুই গ্রুপের সংঘর্ষে অষ্টগ্রামে নিহত ১

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে মাহাবুব মিয়া (৩৪) নামে এক ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গত বুধবার ৬ জুলাই উপজেলার আদমপুর ইউনিয়নের নেওয়াজ মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৮ মে আদমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে সাইদুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সবুজ মিয়া হেরে যান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

সম্প্রতি স্থানীয় আবু হুরাইয়া আল ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ গঠন নিয়ে তাদের মধ্যে ফের উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সবুজ মিয়ার পক্ষ নেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম। বুধবার এ নিয়ে উভয় পক্ষের মধ্যে নেওয়াজ মিয়ার বাড়ির সামনে ফের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে সাতজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সবুজ পক্ষের মাহাবুব মারা যান।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, এই ঘটনায় নিহত মাহাবুবের ভাই দেলোয়ার হোসেন গত শুক্রবার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

সূত্র : প্রথম আলো

Similar Posts

error: Content is protected !!