মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
ভাটি এলাকায় উচ্চশিক্ষা বিস্তারের সিংহদ্বার বলে খ্যাত বাজিতপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বাজিতপুর কলেজে নবাগত ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ১০ জুলাই রোববার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. কা. মো গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন মাস্টার, রাজনীতিবিদ তফাজ্জল হোসেন বাদল ও মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তাবারক হোসেন বিপ্লব। এছাড়াও স্বাগত বক্তার পরে অতিথিদের সাথে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইরান আহম্মেদ বিল্লাল ও সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ মিঠু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জীবনে নিজেকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। পড়ালেখা ও কলেজের সহশিক্ষা কার্যক্রমে গভীরভাবে মনোযোগ দিতে হবে। কলেজের সকল নিয়ম-শৃঙ্খলার প্রতি অনুগত থেকে কলেজের ধারাবাহিক সফলতা ধরে রাখার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখার ব্যাপারেও আলোকপাত করা হয়।
এর আগে অনুষ্ঠানের সভাপতি ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. কা. মো গোলাম মোস্তফা নবাগত শিক্ষার্থীদের কলেজ শিক্ষক, কর্মচারীদের সাথে করে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক মণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।