আজ থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। হরতালের কারণে ৪ দিন পিছিয়ে শুক্রবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে শুরু হয় এ পরীক্ষা।
জেএসসিতে আজ অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা।
উল্লেখ্য গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা দুই দফা পেছানো হয়।
পরীক্ষায় নিকলী গোড়াচাদ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণকারীর মোট সংখ্যা ১৪৫৩ জন; এর মধ্যে ৬৪৪ জন ছেলে ও ৮০৯ জন মেয়ে পরীক্ষার্থী। ১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির সংখ্যা ৩৬।
১১টি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে : নিকলী গোড়াচাদ পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় (মজলিশপুর), আফিলউদ্দিন উচ্চ বিদ্যালয় (সিংপুর), জারুতলা উচ্চ বিদ্যালয়, করগাও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, রসুলপুর হানিফ ভূইয়া উচ্চ বিদ্যালয়, গুরই আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এ বি নূরজাহান উচ্চ বিদ্যলয় এবং ছাতিরচর উচ্চ বিদ্যালয়।