নিকলী কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম আবশ্যক

imam wanted

কিশোরগন্জ জেলার নিকলী উপজেলা সদরে অবস্থিত নিকলী কেন্দ্রীয় জামে মসজিদের জন্য একজন ইমাম-কাম-খতিব আবশ্যক।

যোগ্যতা : প্রার্থীকে কামিল/দাওরায়ে হাদিস পাস হতে হবে। ক্বারীয়ানা সনদ থাকতে হবে। মুফতি, মুফাসসির, মুহাদ্দিস অগ্রাধিকার।

অন্যান্য যোগ্যতা : সুন্দর তেলাওয়াত প্রাঞ্জল ভাষায় খুতবা ও আলোচনা করার পারদর্শী হতে হবে।

বয়সসীমা : বয়স ৩৫ বছর ও বিবাহিত হতে হবে।

অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর ইমাম হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আগ্রহীরা আগামী ২২ জুলাই শুক্রবার জুমআর নামাজের পর সরাসরি উপস্থিত থাকতে হবে।

যোগাযোগ : কারার আমানউল্লাহ, সভাপতি, নিকলী কেন্দ্রীয় জামে মসজিদ। কারার দিদারুল আলম, সেক্রেটারি, নিকলী কেন্দ্রীয় জামে মসজিদ। দোয়ার হাটি, নিকলী কিশোরগন্জ।

Similar Posts

error: Content is protected !!