আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ আগস্ট। মনোনয়ন জমা দেয়া বিএনপি প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস; কিন্তু তিনি হলফনামায় সশিক্ষিত উল্লেখ করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুঞ্জুরুল আলম। ১৪ জুলাই বৃস্পতিবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন।
গত মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের দিন আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এবং বিএনপি মনোনীত কুলিয়ারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন মনোনয়নপত্র জমা দেন।
আগামী ১৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহার, ২০ জুলাই প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণের তারিখ ধার্য রয়েছে ৪ আগস্ট।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনীত আবুল হাসান কাজল মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি গত ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন