কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
শোলাকিয়া এলাকায় ঈদের দিন জঙ্গি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডারস ফোরাম মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
শনিবার দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলান, জেলা ন্যাপ (মোজাফফর) সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, সাংস্কৃতিক জোট সভাপতি আবু খালেদ পাঠান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নৌশাদ খান, উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা পেয়ারা বেগম, জেলা মহিলা পরিষদ সভানেত্রী সুলতানা রাজিয়া, অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাছিরউদ্দিন ফারুকী, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যসচিব আব্দুল আউয়াল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন, রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। অসংখ্য মা-বোন এ দেশের জন্য সম্ভ্রম দিয়েছে। এই দেশকে কোনো জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিতে পারি না আমরা।
জঙ্গি শক্তি আজ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবার জন্য জাতীয় ও আন্তার্জাতিক ষড়যন্ত্রে সামিল হয়ে দেশব্যাপী টার্গেট কিলিং, বিদেশি হত্যা, সংখ্যালঘু হত্যায় মেতে উঠেছে। এরা কেবল দেশ ও মানবতার শত্রু নয়, এরা ইসলামেরও শত্রু। কারণ, ইসলামের সকল প্রকার আদেশ-নির্দেশ ও মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে এই বর্বর শক্তি ঈদ জামাতে হামলার মত পরিকল্পনাও করতে পারে।
নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে জীবন বাজি রেখে জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করে লাখ লাখ মুসল্লির ঈদ জামাতে সফলভাবে নিরাপত্তা দেয়ায় পুলিশ বিভাগের প্রতি বক্তাগণ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, দেশের মানুষ আজ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কাজেই কোন শক্তিই এদেশে নাশকতা আর জঙ্গি তৎপরতা চালিয়ে পার পাবে না।