কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
ঈদের দিন কিশোরগঞ্জে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কনস্টেবল জাহিরুল ইসলাম ও আনছারুল হক এবং গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের পরিবারকে জেলা আওয়ামীলীগ অর্থসহায়তা প্রদান করেছে।
শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের কাছে নগদ এক লাখ টাকা ও ঝর্ণার স্বজনদের কাছে নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করেছেন।
এসময় আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।