পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার বি-টাইপ (তিন তলা) পৌরভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর শনিবার ১৬ জুলাই উন্মোচন করা হয়েছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে এর ফলক উন্মোচন করেন।
এ উপলক্ষ্যে পৌরভবনের সামনে পাটমহালে পৌর মেয়র অ্যাডভোকেট মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসচিব সৈয়দ শফিকুর রহমানের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু, ওসি হাসান আল মামুন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিনসহ সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৩ কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার ৯৪১ টাকার প্রাক্কলিত ব্যয়ে মেসার্স বিবি-এসসি (জেবি) ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তিন তলা পৌরভবন নির্মাণ কাজটি হচ্ছে।