হোসেনপুরে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের হোসেনপুরে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুর অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, শনিবার ১৬ জুলাই সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে স্থানীয় লুলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মোঃ ইয়াসিন মিয়ার (১১) লাশ বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশের গায়ে রক্তের দাগ থাকায় এলাকাবাসী মনে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। স্থানীয়দের পক্ষ থেকে এটি একটি পরিকল্পিত হত্যকাণ্ড উল্লেখ করে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মজিবুর রহমান জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না। তবে বিষয়টির আসল রহস্য উদঘাটনে অধিকতর তদন্তপূর্বক কার্যকরি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

Similar Posts

error: Content is protected !!