বাজিতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত

a capsul campaign

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বাজিতপুরেও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে পালিত হলো জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১টি পৌরসভাসহ ১১ ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ থেকে ১২ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল উপজেলার প্রায় ২৭৯টি কেন্দ্রের মাধ্যমে খাওয়ানো হয়েছে।

a capsul campaign

রাতকানা রোগ থেকে রক্ষা পাওয়াসহ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার ১৬ জুলাই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অভিভাবকরা তাদের শিশুকে নিয়ে আসেন ইপিআই কেন্দ্রে। এবার উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৬ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল।

ইপিআই কেন্দ্রের কর্মী মোছা. রেজিয়া খাতুন জানান, হালকা থেকে মাঝারি মাত্রায় থেমে থেমে বৃষ্টির কারণে সকালের দিকে শিশুদের উপস্থিতি কম থাকলেও দুপুরের দিকে কেন্দ্রে ভিড় লাগে। আবহাওয়া খারাপ থাকায় অতিরিক্ত চাপ পোহাতে হয়েছে। হয়তো আবহাওয়া ভালো থাকলে চাপটা কম ও স্বাভাবিক থাকতো।

Similar Posts

error: Content is protected !!