আমাদের নিকলী ডেস্ক ।।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষা বর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে। ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ ও ৫ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে। রোববার ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাসস
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েকুজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডীন ও রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে দেয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।