আমাদের নিকলী ডেস্ক ।।
আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক সম্মান ভর্তির আবেদন শুরু হবে। বাসস
বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন অনলাইনের মাধ্যমে শুরু এবং ১৫ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions)-এ জানানো হবে বলে ১৭ জুলাই রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশন শুরু ২০ জুলাই
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) প্রাইভেট কোর্সের রেজিস্ট্রেশন আগামী ২০ জুলাই শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
ডিগ্রি (পাস) বিএ/বি এস এস/বি বি এস প্রাইভেট/সার্টিফিকেট কোর্স পরীক্ষায় প্রাইভেট প্রার্থী হিসেবে অংশগ্রহণেচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/degree-passe) অথবা (www.nu.edu.bd) থেকে বিস্তারিত তথ্য জানতে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।