নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের হাওরে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে।
মঙ্গলবার ১৯ জুলাই বিকাল সোয়া চারটার সময় হাওরের কীর্তীপুর নামক জায়গায় এ নৌ-দুর্ঘটনা ঘটে।
সিংপুর এলাকার জিয়াউদ্দিন জানান, মঙ্গলবার বিকালে মিঠামইন হাট-বাজার থেকে যাত্রী ও কাঠ বোঝাই করে একটি ইন্জিনচালিত নৌকা সিংপুরের উদ্দেশে রওয়ানা হয়। অতিরিক্ত বোঝাই হওয়ায় কীর্তিপুর হাওরের কাছে এসে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।
নৌকাডুবিতে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে অনেকের বাজার থেকে কেনা জিনিসের ক্ষতি হয়েছে।
ট্রলারটির মালিক ওই গ্রামের আবদুল আলী জানান, ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।