মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিফ-১/২০১৬ মৌসুমে পুর্নবাসন কর্মসূচীর আওতায় ধৈঞ্চার বীজ বপন, সবুজ সার তৈরি ও মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈঞ্চা চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার সরারচর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মো. কিছমত মিয়ার বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে হাজী মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. শফিকুল ইসলাম (উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কিশোরগঞ্জ), বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ.টি.এম রকিবুল হাসান ও সরারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন মিয়া। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাঠকর্মী মো. আতিকুল ইসলাম, মো.ইউনূস, হাদিকুল ইসলামসহ এলাকার ধৈঞ্চা চাষী মো. জসীম উদ্দিন ও শতাধিক চাষী।
মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা পর্বে বক্তাগণ বোরো ধান কাটার পর জমি পতিত থাকার সময়ে উক্ত জমিতে ধৈঞ্চা চাষ করে তা সবুজ সার হিসেবে মাটিতে যুক্ত করে ব্যবহার ও জমির মাটির স্বাস্থ্য উন্নতির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং উক্ত প্রযুক্তি মাঠে ব্যাপকভাবে সম্প্রসারণের নির্দেশ দেন। সেই সাথে কৃষকদেরকে এ প্রযুক্তি গ্রহণের পরামর্শ প্রদান করেন।
পরে মাছিমপুরের ধৈঞ্চা চাষী মো. জসীম উদ্দিনের ক্ষেতে পাওয়ার টিলারের মাধ্যমে সবুজ সার তৈরির কার্যক্রম প্রত্যক্ষ করেন অতিথি ও অন্যান্য চাষীবৃন্দ।