নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নে সহরমূল-কারপাশা গ্রামের সংযোগ সেতুটি ১৮ জুলাই সোমবার ধসে গেছে।
সহরমূল-কারপাশা সংযোগ সেতুটি বহুদিন যাবত রেলিংবিহীন অবস্থায় এলাকাবাসী ব্যবহার করে আসছিলো। যাতায়াতে নিশ্চিত ঝুঁকি জেনেও বিকল্প রাস্তা না থাকায় সেতুটি ব্যবহার হয়ে আসছিলো দীর্ঘদিন যাবত।
সেতুটি ব্যবহার করে সহরমূল থেকে কারপাশা হয়ে মজলিশপুর, দামপাড়া, নিকলী সদরসহ বিভিন্ন জায়গায় সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো এই সেতুটি। যে খালের ওপর সেতুটি আছে এটি খুবই খরস্রোতা। তাই স্রোতের পানির তীব্র টানে সেতুর নিচের মাটি সরে যায়। এক পর্যায়ে ১৮ জুলাই সোমবার সহরমূল অংশে সেতুটি বিকট শব্দে ধসে পড়ে। একমাত্র যোগাযোগ মাধ্যম অকেজো হয়ে পড়ায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সহরমূল মিয়া পাড়ার মহিউদ্দিন নেহাল ও সজিব জানান, অনন্যোপায় হয়ে দীর্ঘদিন যাবত আমরা রেলিংবিহীন সেতুটি ব্যবহার করে আসছিলাম। চারদিকে খালবেষ্টিত হওয়ায় সহরমূল গ্রামটির লোকজন এই সেতুটি ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা থেকে শুরু করে অফিসিয়াল যোগাযোগ করে আসছে। সবশেষ আজ যেভাবে সেতুটি ভেঙে পড়লো তাতে আমাদের স্বাভাবিক চলাচলে খুবই ভোগান্তির শিকার হতে হচ্ছে।