মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিষপান করে মো. হাবিল মিয়া (৫২) নামে একজন আত্মহত্যা করেছে। মো. হাবিল মিয়া উপজেলার পিরিজপুর ইউনিয়নের আগরপুর মধ্যপাড়া গ্রামের মৃত মো. রমিজ উদ্দিনের ছেলে।
গত ১৮ জুলাই সোমবার বিকালে এলাকার আগরপুর জামে মসজিদের বারান্দায় বসে বিষপান করে। পরে গুরুতর আহত অবস্থায় হাবিল মিয়াকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৯ জুলাই মঙ্গলবার সকালে হাবিলের মৃত্যু হয়।
এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলার ডায়েরী রুজু করা হয়েছে।