মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
‘জল আছে যেখানে, মাছ আছে সেখানে’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাজিতপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২০ জুলাই বুধবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসান ও মৎস্য কর্মকর্তা সলমুন হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরশহরের কয়েকটি জায়গা প্রদক্ষিণ করে বাজিতপুর উপজেলা পরিষদ (নান্দিনা) হল রুমে ফিরে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. জেড. এম শারজিল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সলমুন হাসান, এলজিইডি কর্মকর্তা মাজেদুল হক, খাদ্য কর্মকর্তা কাউসার আহম্মেদ প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ মৎস্যজীবি ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার সফল চাষীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।