খবরের কাগজ

newspapers

খবরের কাগজ
আবুল মনসুর খান

 

প্রতিদিন হয় ছাপা খবরের কাগজ
চার, আট, ষোল, বিশ অনেক কাগজ
লিখা থাকে ছোট ছোট অনেক লাইন
কেউ পৃষ্ঠা উল্টায় কেউ পড়ে হেডলাইন।

কেউ কেউ পড়ে আবার সকল আদি অন্ত
কেউ আবার বড় লেখায় হয়ে যান ক্লান্ত
কেউ শুধু খুঁজে ফিরেন রঙিন ছবি
কেউ আছেন কাগজ কেনা তার হবি।

শত শত খবর ছাপে সারা বাংলার
কেউ কেউ পায় না খুঁজে তার সমাচার
সব খবর হয় না পড়া কারও পক্ষে
পৃষ্ঠা ভরে খবর ছাপে কাগজের বক্ষে।

গ্রাম-গঞ্জের অনেক মানুষ রাখে না খোঁজ
অনেক কিছুই ছাপা হয় কাগজে রোজ
ন্যায় নীতির ধারক কাগজ মানুষের আস্থা
লোভ হিংসার ঊর্ধ্বে সৎ হোক এ পন্থা।

Similar Posts

error: Content is protected !!