নিকলীতে ভ্রাম্যমান আদালতে হামলা, পুলিশের গুলি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি ।।

২৩ জুলাই শনিবার সকাল ১১টায় কিশোরগঞ্জের নিকলীতে ভ্রাম্যমান আদালতের ওপর জেলেদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমপক্ষে ১১ ব্যক্তি আহত হবার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে ২ ব্যক্তিকে আটক করে।

আহতরা হলো নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্যাট মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক, নিকলী থানা ওসি মুঈদ চৌধুরী, এএসআই সেলিম রেজা, ইউএনও অফিসের অফিস সহকারী স্বপন বর্মন, এমএলএসএস হারুন, মানিক, জাহাঙ্গীর, পুলিশ কনস্টেবল আ. আজিজ, থানার মাঝি সুরুজ আলী। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলো, উপজেলার জারইতলা ইউনিয়নের রোদারপুড্ডা মাইজহাটি গ্রামের কানু মিয়ার ছেলে সুনাম উদ্দিন (৬০) ও পশ্চিমহাটি গ্রামের শুক্কুর আলীর ছেলে সবদর (৩৮)। আটককৃত প্রত্যেককে ভ্রাম্যমান আদালত ১ বছর করে দণ্ড প্রদান করেছে।

জানা যায়, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকালে নিকলী উপজেলার নদীগুলিতে অবৈধ জাল বিষয়ক ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় উপজেলার রোদারপুড্ডা গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত গোয়ালহাটি খালে আদালত অবৈধ বেড়জাল আটককালে ক্ষিপ্ত জেলের দল নৌকায় থাকা ভ্রাম্যমান আদালতের ওপর আক্রমণ চালায়। আক্রমণকারীদের ইট পাটকেলে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমপক্ষে ১০ ব্যক্তি আহত হন। এ সময় ২ রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ হয়। গুলির শব্দে আক্রমণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অভিযান চালিয়ে সুনাম উদ্দিন ও সবদর আলী নামের ২ দিনমজুরকে গ্রামের ভিতর থেকে আটক করে পুলিশ।

অভিযানকালে আটক ১১টি বেড়জাল পুড়িয়ে দেয় আদালত। নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করেন। নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী মামলার প্রস্তুতি চলছে বলে এ প্রতিনিধিকে জানান।

Similar Posts

error: Content is protected !!