মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দেশব্যাপী জঙ্গি অপতৎপরতা ও মানব হত্যার বিরুদ্ধে সর্বস্তরে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
২৩ জুলাই শনিবার সেবারতরী, পৌরাণিক থিয়েটারসহ অন্যান্য সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত দেশব্যাপী জঙ্গি অপতৎপরতা ও মানব হত্যাবিরোধী মানববন্ধনটি বিকাল ৪টায় পৌরশহরের বাজিতপুর বাজার সিনেমা হল মোড়ে অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান শিহাব, সাইদুল ইসলাম শশী, জুবায়ের আহমেদ, মাহফুজ সজল, ইজাজ রহমান প্রমুখ। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনটিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ছাড়াও বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।