কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, রোববার স্কুলছাত্রী বাড়ি থেকে স্কুলে আসার পথে একই এলাকার চার বখাটে মুখচাপা দিয়ে জোরপূর্বক তাকে ধরে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। তখন অপরাধীরা পালিয়ে যায়।
২৪ জুলাই রাতে ছাত্রীর পিতা ফারুকুল ইসলাম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ রাতে অভিযান চালিয়ে রিজন (২৫) ও এখলাছ (১৯)কে গ্রেফতার করে সোমবার কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী মডেল থানার এসআই মোঃ বাবুল হোসেন বলেন, অভিযোগ দাখিলের পর দুইজনকে গ্রেফতার করেছি। বাকি দুই আসামি সানী ও জনিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।