নিকলী থানার নিরাপত্তা বৃদ্ধি

bangladesh police

নিজস্ব প্রতিবেদক ।।

গুলশানের হলি আর্টিজান বেকারী ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর সারা দেশের মতো নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে নিকলী থানায়ও প্রথমবারের মতো বসানো হলো সিসি ক্যামেরা।

রোববার বিকালে থানা চত্বরের ২টি পয়েন্টে ক্যামেরা সার্কিট বসানো হয়।

নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী জানান, আগে নিকলী থানা সিসি ক্যামেরার আওতায় ছিলো না। প্রথমবারের মতো ক্যামেরা বসানো হলো।

Similar Posts

error: Content is protected !!