কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ শহরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের গ্যালারি নির্মাণের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় উজ্বল (১৮) নামে এক শ্রমিক মারা গেছেন। মফিজ উদ্দিন (২৫) নামে অপর এক শ্রমিক মারাত্মক আহত হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
নিহত উজ্বল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোড়াতলা গ্রামের ওসমান আলীর ছেলে। ২৪ জুলাই রোবাবর দুপুরে পাইলিংয়ের কাজ করতে গিয়ে ওপর থেকে তার ছিড়ে নীচে পড়ে গিয়ে উজ্বল মারাত্মক আহত হন। সাথে সাথে তাকে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল তিনটার দিকে তিনি মারা যান।
এ সময় অপর শ্রমিক মফিজ উদ্দিন গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ ঘটনাস্থল পরিদর্শন করেন।