ইটনার হাওরে বিদ্যুতস্পৃষ্ট ৩ জনের মৃত্যু

biddutaito

নিজস্ব প্রতিনিধি ।।

ইটনার হাওরে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ৩ ট্রলারযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৬ জুলাই বিকালে উপজেলার এলাংজুড়ি ইউনিয়নের সিলোনীর হাওরে এ ঘটনা ঘটে।

নিহতদের সবার বাড়ি পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে। নিহতরা হলেন : মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মামুদপুর গ্রামের আফাজ উদ্দিন (৫৫), শান্তিপুর গ্রামের আব্দুর রহিম (৫৪) এবং ঢাকেশ্বর গ্রামের সজিব মিয়া (২৮)।

এ ঘটনায় আরো ৭ জন আহত হয়েছেন। আহতদের ইটনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালিকসহ আরো অনেকে।

এলাকাবাসী জানান, স্টিলের ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে ইটনা বাজারে গিয়েছিল কিছু লোক। তাদের বাড়ি মিঠামইনের ঢাকিতে ফেরার পথে এলাংজুরির সিলোনী হাওরে এসে পল্লী বিদ্যুতের তারে একজন যাত্রী জড়িয়ে গেলে স্টিলের নৌকাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। বিকাল ৫টায় নিহতদের লাশ তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

Similar Posts

error: Content is protected !!