মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
২৬ জুলাই মঙ্গলবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দর শাহ সুলতান বণিক সমিতির অফিস উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রায়নগর ইউপি চেয়ারম্যান বণিক সমিতির সভাপতি ফিরোজ আহম্মেদ রিজু। তিনি বলেন, মহাস্থান একটি ঐতিহাসিক হাট এবং ব্যস্ত বন্দর। এখানে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা করে থাকেন। তাদের সকল সমস্যা সমাধানের জন্য আমাদের সবাকে একত্রিত হয়ে বণিক সমিতির উন্নয়নে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন লালু, আবু বক্কর সিদ্দীক, আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান দুলাল, আবু রায়হান, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিপুল, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মজনু, দপ্তর সম্পাদক সানাউর রহমান, প্রচার সম্পাদক নুরনবী রহমান, সহ-প্রচার আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম, সৌরভ, বাদশা, বাবুল মিয়া বাবু, আমিনুরসহ বন্দরের বণিক সমিতির ব্যবসায়ী ও সদস্যবৃন্দ।