মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে অখাদ্য কাঁচামাল দিয়ে বেকারি পণ্য তৈরি ও অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
২৮ জুলাই বৃহস্পতিবার বাজিতপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার (এসিলেন্ড) মো. কামরুজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিকালে অখাদ্য কাঁচামাল ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে বাজিতপুর বাজার মোরগমহলের ছোটন বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা ও হাবিব বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানাসহ বেকারি সিলগালা করে দেয়।
অন্যদিকে সন্ধ্যায় অবৈধভাবে বিদ্যুত ব্যবহার ও মিটার ব্যবহার করার অভিযোগে বাজিতপুর বাজারের আলোছায়া সিনেমা হল ও গ্যারেজ মালিক শওকত আকবরকে ১০ হাজার টাকা জরিমানা করে।
এ সময় তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।