কিশোরগঞ্জে লাগাতার অ্যাম্বুলেন্স ধর্মঘট

kishoreganj ambulance strik

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

কিশোরগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা না দেয়ার প্রতিবাদে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা গত ২৩ জুলাই শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘট শুরু করেছেন। এ অবস্থায় রোগি পরিবহনে ব্যাপক সমস্যায় পরেছেন জেলার সাধারণ মানুষ।

কিশোরগঞ্জ জেলা বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মো: শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, শহরের সরকারি জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে মাত্র দু’টি। প্রায়ই রোগীর সংখ্যা বেড়ে যায় বলে এ দু’টি অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগীদের যথাসময়ে পরিবহন করা সম্ভব হয় না। যে কারণে অনেকেই প্রাইভেট অ্যাম্বুলেন্স কিনেছেন। কিশোরগঞ্জে ২৩ টি প্রাইভেট অ্যাম্বুলেন্স রয়েছে। তবে হাসপাতালের পার্শ্ববর্তী কোন পার্কিং লট না থাকায় রোগীদের সুবিধার জন্যই হাসপাতাল অঙ্গনে অন্তত দু’টি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুযোগ চান তারা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে প্রাইভেট অ্যাম্বুলেন্সের পার্কিং করতে দিচ্ছে না।
kishoreganj ambulance strik
এর প্রতিবাদে অ্যাম্বুলেন্স মালিকরা লাগাতার ধর্মঘটে নেমেছেন। গতকাল রোববার এ বিষয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন করে তারা।

এদিকে সিভিল সার্জন ডা. আব্দুল গণি জানিয়েছেন, রোগীদের সেবা দেবার জন্য প্রাইভেট অ্যাম্বুলেন্সের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতাল চত্বরে তাদেরকে পার্কিং করার অনুমতি দেবার কোন সুযোগ নেই। হাসপাতাল চত্বরে প্রাইভেট অ্যাম্বুলেন্স এবং ওষুধ কোম্পানিগুলোর রিপ্রেজেন্টেটিভদের মটরসাইকেল পার্কিং পূর্ববর্তী সিভিল সার্জনের সময় থেকেই বন্ধ করে দেয়া হয়েছে। আমি নতুন করে পার্কিংয়ের অনুমতি দিতে গেলে উর্ধতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হবে। তবে অ্যাম্বুলেন্স মালিক নিজেরা আশপাশে কোথাও একটি পার্কিংয়ের স্থান তৈরি করে নিতে পারেন বলে সিভিল সার্জন মনে করেন।

Similar Posts

error: Content is protected !!