মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
“সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রতিকালের রাজধানীর গুলশান হলি আর্টিসান রেস্তোরা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সর্ববৃহত ঈদ জামাতের পাশে জঙ্গি হামলাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গী ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ ও মানববন্ধন করেছে বাজিতপুর কলেজ পরিবার।
১ আগস্ট সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার বাজিতপুর কলেজ শাখার আয়োজনে সকাল ১১টায় শান্তি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিটি কলেজ মাঠে পালিত হয়।
জঙ্গীবাদবিরোধী শান্তি সমাবেশ ও মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আ. কা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, প্রভাষক মো. মজিবুল হক, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইরান আহম্মেদ বিল্লাল, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ মিঠু, কলেজ শাখা ছাত্রলীগ নেতা হাবিবুজ্জামান রনি প্রমুখ।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জঙ্গী হামলায় নিহত দেশী-বিদেশী নাগরিকদের স্মরণ করেন। সকল জঙ্গী হামলা ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। জঙ্গিবাদ দমনে সবাইকে সচেতন হওয়ার জন্য আহবান জানান।
পরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইরান আহম্মেদ বিল্লাল ও সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ মিঠু-র নেতৃত্বে জঙ্গীবাদবিরোধী একটি বিশাল মিছিল কলেজ প্রদক্ষিণ করে।