নিজস্ব প্রতিনিধি ।।
চলমান জঙ্গীবাদের বিরুদ্ধে নিকলীর প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে নিকলী উপজেলাধীন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর অংশগ্রহণে নিজ নিজ প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
নিকলী সদর ইউনিয়নে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় চার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১লা আগস্ট সোমবার সকাল ১১টায় নিকলী জি সি পাইলট মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে বালিকা বিদ্যালয় এবং নিকলী কলেজ মোড় পর্যন্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনের নেতৃত্ব দেন নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কারার গিয়াস উদ্দীন আহমেদ, নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবীব, শহীদ সরণিকা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফি উদ্দীন আহমেদ প্রমুখ।
এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, নিকলীতে কর্মরত এনজিও পপি সৌহার্দ্য কর্মসূচী ও স্বনির্ভর বাংলাদেশের নিকলী সূর্যের হাসি ক্লিনিক অংশ নেয়। মানববন্ধন শেষে তারা নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহের প্রথম দিন উদযাপন করেন।