হাইব্রিড-১ (ফুল-ফল-সবজি)

hybrid foods

হাইব্রিড-১ (ফুল-ফল-সবজি)
আবুল মনসুর খান

 

হাইব্রিড মানেই উন্নত প্রযুক্তি
উৎপাদন ও সাইজে
শাকসবজি ফল ফলাদি
পাওয়া যায় কম প্রাইজে।

দেশী জিনিসের ফলজ কম
খেতে স্বাদ হয় বেশী
চাহিদার চেয়ে কম হলেও
কম খেয়েই মানুষ খুশী।

দিন দিন মানুষ বাড়ছে
কমছে আবাদ জমিও
বেশী মানুষের অন্ন জোগাতে
দরকার এখন হাইব্রিডও।

লাভের আশায় মানুষ এখন
দেশী আবাদ ছাড়ছে
জীবন বাঁচাতে এখন সবাই
হাইব্রিড পন্য খাচ্ছে।

বিলুপ্তির পথে দেশী পণ্য
হাইব্রিডের কারণে
নতুন প্রজন্ম দেশীয় পণ্য
রাখবে কি স্মরণে?

Similar Posts

error: Content is protected !!