বাজিতপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন পালন

sararchar jongibirodi mband

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।

সাম্প্রতিককালে গুলশানের হলি আর্টিসান রেস্তোরা ও শোলাকিয়ায় সর্ববৃহত ঈদ জামাতের পাশেসহ সারাদেশের বিভিন্ন স্থানের জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাজিতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
sararchar jongibirodi mband
শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ১ আগস্ট সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কমসূচি পালন করা হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে পালিত হয় উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন।
sararchar jongibirodi mband
এরই ধারাবাহিকতায় বাজিতপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে বাজিতপুরে মাধ্যমিক শিক্ষা বিস্তারের অনন্য বিদ্যাপীঠ সরারচর শিবনাথ বহুমূখী উচ্চ বিদ্যালয়। সকাল ১১টায় সরারচর টু বাজিতপুর (শহীদ সিদ্দিক) সড়কে স্কুলের প্রধান শিক্ষিকা সীতা রানী দত্তের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির মাস্টার, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম খাঁন, জহিরুল আমিন মোল্লা প্রমুখ।
sararchar jongibirodi mband
এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও পাচঁ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

sararchar jongibirodi mband

Similar Posts

error: Content is protected !!