বাড়ছে পানি, নদীভাঙ্গনে বিলীন হচ্ছে লোকালয়

nadi vangon bajitpur

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বর্ষার ভারি বর্ষণ আর নতুন পানি বৃদ্ধির কারণে প্রতিদিন বাড়ছে ঘোড়াউত্রার পানি। পানি বৃদ্ধির এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী কিছুদিনের মধ্যেই প্লাবিত হতে পারে উপজেলার নিম্নাঞ্চলের হাওরের লোকালয়গুলো।

সরেজমিনে উপজেলার কৈলাগ ইউনিয়নে গিয়ে দেখা যায়, এতোমধ্যেই পানি বৃদ্ধির কারণে তলিযে গেছে ইউনিয়নের রাস্তাঘাট। নিম্নাঞ্চলের মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিন ক্রমেই বেড়ে চলেছে পানির উচ্চতা।

nadi vangon bajitpur

এ রকমভাবে পানি বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে অনেক পাড়া। এমন আশস্কা করছেন এলাকাবাসী।

অন্যদিকে, বর্ষা মৌসুমের শুরুতেই উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আছানপুরসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে ঘোড়াউত্রা নদীর উত্তাল স্রোতে ভাঙ্গন কবলিত হয়ে কয়েকদিনে ভিটাহীন হয়ে পড়েছে অনেক পরিবার। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ২৫টির মত বসতবাড়ি।

এ বছর বর্ষা মৌসুমের শুরুতেই ঘোড়াউত্রা পাড়ে নদীভাঙ্গন শুরু হয়। আর নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ক্রমেই বাড়ছে নদী ভাঙ্গনের তীব্রতা। প্রতিনিয়ত বিলীন হচ্ছে ফসলী জমি, বসতভিটা।

nadi vangon bajitpur

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পানি বৃদ্ধির কারণে আগের চেয়ে উত্তাল নদী। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে বসতি করছে প্রায় অনেক পরিবার। অনেকেই আবার নদী তীরবর্তী বসতিগুলো ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য সরিয়ে নিচ্ছে অন্যত্র।

ভাঙ্গনরোধে অবিলম্বে ব্যবস্থা না নেয়া হলে নদী তীরবর্তী লোকালয়ের বিস্তীর্ণ এলাকা ও ফসলী জমি। নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। এজন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

Similar Posts

error: Content is protected !!