১৫ই আগস্ট শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

shok dibas

নিজস্ব প্রতিবেদক ।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের জন্য নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম ১৫ আগস্ট উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচী পালনের মত পেশ করেন। এ উপলক্ষে অনুষ্ঠান বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়।

প্রস্তুতি সভায় ১৫ আগস্ট উদযাপনের জন্য দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূঁঞা, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুজ্জামান হাবিব, প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভুইয়া প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!