নিজস্ব প্রতিবেদক ।।
“আমরা কুঁড়ির ২৫ বছর পূর্তি, লাল-সবুজের চেতনায় আনন্দ আর ফূর্তি” স্লোগানকে সামনে রেখে উদযাপিত হলো শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ির ২৫ বছর পূর্তি অনুষ্ঠান।
৫ আগস্ট শুক্রবার অনুষ্ঠানমালায় ছিলো আনন্দ শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দঘন ও শিশুদের কলকাকলির মধ্যে দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন দেশবরেণ্য শিশুসাহিত্যিক, সংগঠক ও সাংবাদিক রফিকুল হক দাদুভাই।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিশিষ্ট গীতিকার শহীদুল্লাহ ফরাজী, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, অধ্যক্ষ এম এ মান্নান মনির।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে সারাদেশব্যাপী শিশু-কিশোর সংগঠন ছড়িয়ে দেয়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কোমলমতি শিশুদের সম্পৃক্ত করে সুন্দর ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম নিজ এলাকার সাংস্কৃতিক সংগঠন ও সংগঠনের কর্মকাণ্ডের ঐতিহ্যের কথা স্মরণ করেন। স্কুলজীবন থেকেই তিনি এবং তার বন্ধু আমরা কুঁড়ির চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন কিভাবে শিশু-কিশোরদের সংগঠিত করে সাংস্কৃতিক চর্চা করতেন তার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সুস্থ-সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য শিশু-কিশোরদের পাঠ্যপুস্তকের পাশাপাশি সংস্কৃতি চর্চা খুবই জরুরি। তিনি আমরা কুঁড়ির ২৫ বছরপূর্তিতে এই সংগঠনের সাথে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানান। আমরা কুঁড়ির পথচলা আরো সুদৃঢ় হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা। সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে ৬টায় পুনর্মিলনী, সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন : সিনিয়র সাংবাদিক আবু তাহের খোকন, সোহরাব আলম, কাজল হাজরা, আন্ডার ওয়াটার ফটোগ্রাফার শরীফ সারওয়ার, নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন, কথাসাহিত্যিক মিশো আল মামুন ও কণ্ঠশিল্পী হেমা।