দিনাজপুরে ভীমরুলের কামড়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

hornets vimrul

আমাদের নিকলী ডেস্ক ।।

দিনাজপুর জেলার বীরগঞ্জে ভীমরুলের কামড়ে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসস

বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, শনিবার ৬ আগস্ট সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার আরাজি লস্করপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে নূরজাহান ও ফারজাহান বাড়ির পাশে বাঁশ বাগানে খেলা করছিল। এ সময় জোরে বাতাস বইতে শুরু করলে একটি বাঁশ সজোরে সেখানে থাকা ভীমরুলের চাকে (বাসায়) আঘাত করে। এতে ভীমরুলের বাসা ভেঙ্গে ভীমরুল ছুটে এসে তাদেরকে আক্রমণ করে।

এ সময় তারা চিৎকার করলে তাদের মা তানজিনা আক্তার (৩২) তার এগারো মাসের শিশুকন্যা মীমকে নিয়ে বাইরে আসলে তাদেরকেও আক্রমণ করে ভীমরুল।

পরে তারা গুরুত্বর আহত হলে এলাকাবাসী তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরজাহান ও ফারজানার মৃত্যু হয়।
hornets vimrul
শনিবার মধ্যরাতে মা তানজিনা আক্তার ও শিশুকন্যা মীমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রোববার ৭ আগস্ট সকাল ১০টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুকন্যা মীমের মৃত্যু হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভীমরুলের কামড়ের ঘটনার পরপরই তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় দুই মেয়ে ও উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরে অপর শিশুকন্যার মৃত্যু হয়।

এ ব্যাপারে বীরগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!